![]() TALA BROJEN DEY GOVERNMENT HIGH SCHOOL Governing Body Important Links Digital Content Digital Class 13-12-2017
তালা ব্রজেন দে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে আপনাকে স্বাগতম
সাতক্ষীরা জেলার তালা উপজেলার অন্যতম বিদ্যানুরাগী বাবু হরিশচন্দ্র মুখার্জীর ঐকান্তিক প্রচেষ্ঠায় আজকের এই তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়টি ১৮৮৮ খ্রীষ্টাব্দে তালা বি.দে ইনস্টিটিউশন নামে প্রতিষ্ঠিত হয়। খুলনা জেলার তৎকালীন ডেপুটি ম্যাজিষ্ট্রেট MR. B.Dey (Brojen Dey) বাবুর নামে বিদ্যালয়টির নামকরণ করা হয় । বিদ্যালয়টি ঐ বৎসর-ই অর্থাৎ ১৮৮৮ খ্রীষ্টাব্দে কলকাতা বিশ^বিদ্যালয় কতৃক স্থায়ী স্বীকৃতি প্রাপ্ত হয়। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক ছিলেন মিঃ গোপাল পাল। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এবং সুদক্ষ শিক্ষক মন্ডলীর সুদক্ষ পরিচালনায় অল্প দিনের মধ্যেই বিদ্যালয়টি অত্র এলাকার শিক্ষার প্রানকেন্দ্র পরিণত হয়। কালের পরিক্রমায় প্রতিষ্ঠায় শতবর্ষ পূর্তিতে অর্থাৎ ১৯৮৮ সালে তৎকালীন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ও এই বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র জনাব সৈয়দ দিদার বখত -এর ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বিদ্যালয়টি জাতীয়করন করেন। জাতীয়করনের পর বিদ্যালয়টির নাম হয় তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি শুধু সাতক্ষীরা জেলার নয় বরং দক্ষিণ বঙ্গেরই একটি অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। বিদ্যালয়টির জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক । প্রতি বছরই এখান থেকে বহু সংখ্যক শিক্ষার্থী কৃতিৃত্বের সাথে জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হয়। প্রায় দেড়শ বছরের প্রাচীন এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে দেশে ও বিদেশে সুনামের সাথে কর্মরত রয়েছেন এমন রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, প্রশাসক, প্রকৌশলীর সংখ্যা নিতান্ত কম নয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যায়নরত এবং ২২ টি পদের বিপরীতে ১৬ জন শিক্ষক - কর্মচারী কর্মরত। বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ শাহজাহান কবীর ও অন্যান্য শিক্ষক মন্ডলীর আন্তরিকতায় শতবর্ষ প্রাচীন এই বিদ্যালয়টির আরো শ্রীবৃদ্ধি ঘটুক এ কামনা সংশ্লিষ্ট সকলেরই। Notice Board আমাদের ফেইসবুক পেইজ EIIN Number 119004 Admin Login সুবর্ণজয়ন্তী কর্ণার |